ঝাড়গ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 24/06/2022
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ঝাড়গ্রাম, District Magistrate & Collector Office এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অবশ্যই স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
শূন্যপদ:
Centre Administrator- 01টি
Case Worker- 02টি
বেতন: বেতন হবে প্রতিমাসে
Centre Administrator- 30,000 টাকা
Case Worker- 15,000 টাকা
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে Centre Administrator এর ক্ষেত্রে 45 বছরের মধ্যে এবং Case Worker এর ক্ষেত্রে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: Graduate from any recognized University
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল District Magistrate, Jhargram superscribed "social Welfare - One Stop Centre" আবেদন করার শেষ তারিখ 24/06/2022
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে Education Qualification Test, Computer Test এবং Viva এর মাধ্যমেই।
a. Evaluation of Educational Qualification - 30 marks.
b. Computer Test Practical - 15 marks.
c. Viva Voice - 5 marks. Total 50 marks.
(Examination Admit card will available on official website)
প্রয়োজনীয় নথিপত্র:
Application Format
Photo Identity
Proof of Address
Age Proof
All Marksheet and Pass Certificate
Download official notification- click here
Application Format- click here
Official Website- click here
No comments:
Post a Comment