Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, May 30, 2022

রাজ্যে মিউজিয়ামের তরফ থেকে নিয়গের বিজ্ঞপ্তি জারি, শেষ তারিখ 13/06/2022


রাজ্যে মিউজিয়ামের  তরফ থেকে নিয়গের বিজ্ঞপ্তি জারি, শেষ তারিখ 13/06/2022 

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মিউজিয়ামে কর্মী এর তরফ থেকে  রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে প্রচুর শূন্যপদে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।


শূন্যপদ: 

Education Assistant A

Exhibition Assistant A

Technical Assistant A

Technician A


বেতন:

Education Assistant A- 29.200- 92,300 টাকা প্রতি মাসে।

Exhibition Assistant A- 29.200- 92,300 টাকা প্রতি মাসে।

Technical Assistant A- 29.200- 92,300 টাকা প্রতি মাসে।

Technician A- 19,900- 63,200 টাকা প্রতি মাসে।


বয়স: বয়স হিসেব করবেন 13/06/2023 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: 

Education Assistant A- ফিজিক্স নিয়ে ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

Exhibition Assistant A- ভিজুয়্যাল আর্টসের উপর ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

Technical Assistant A- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

Technician A- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.bitm.gov.in/recruitment অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ UR/OBC- 200 টাকা (SC/ST/PWD- NA) জমা করতে হবে, অনলাইন মাধ্যমেই। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 13/06/ 2022


Download official notification- click here

Official Website- click here

No comments:

Post a Comment