Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, June 2, 2022

দক্ষিণ 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 06/06/2022

 


দক্ষিণ 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 06/06/2022

10th Passed Job Update 

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে দক্ষিণ 24 পরগনা, ICAR Central Institute of Brackishwa Aquaculture এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। Societal development programme under Scheduled Caste Sub Plan (SCSP) at KRC এর under এ নিয়োগটি করা হবে। 


শূন্যপদ: Field Assistant


বেতন: বেতন হবে প্রতিমাসে 12,000 টাকা।


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 35-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Madhyamika Pass + Good proficiency in local language and working experience in Sundarban region.


আবেদন পদ্ধতি: ইমেইল করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন করার জন্য বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডমিট, রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করেন একটি ইমেইল পাঠাতে হবে। email- krckakdwip@gmail.com / prem.cife@gmail.com। email এর subject  এ লিখতে হবে for the post of - <যে পদের জন্য আবেদন করবেন> আবেদন করার শেষ তারিখ 06/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে শুধুমাত্র Interview এর মাধ্যমেই। 


প্রয়োজনীয় নথিপত্র:

Application Format

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Application Format- click here


No comments:

Post a Comment