Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Wednesday, June 1, 2022

উত্তর 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 10/06/2022



উত্তর 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 10/06/2022


কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে উত্তর 24 পরগনা, কালেক্টার অফিসের এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।


শূন্যপদ: District Coordinator Hospital


বেতন: বেতন হবে প্রতিমাসে 28,662 টাকা।


বয়স: বয়স হিসেব করবেন 25/05/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: post graduate with diploma in hospital management/pgshm + diploma (or certificate course) in computer application 


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Health Section 1st Floor, District Magistrate and Collector, North 24 Parganas, Barasat আবেদন করার শেষ তারিখ 10/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-

Written Examination 75 Marks in Computer

Interview 20 Marks


প্রয়োজনীয় নথিপত্র:

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Apply now- click here

No comments:

Post a Comment