রাজ্যে SSC দ্বারা নিয়োগের বিজ্ঞপ্তি জারি, প্রচুর শূন্যপদে নিয়োগ!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে SSC(Staff Selection Commission)এর তরফ থেকে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমেই।
শূন্যপদ:
Tradesmen Skilled Grade- 24টি
Laboratory Attended- 73টি
Finance- 18টি
Data Processing Assistant- 133টি
Scientific Assistant(Chemical)- 11টি
(*Check Official Notice For More Vacancies)
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে
Tradesmen Skilled Grade- 18 থেকে 27 বছরের মধ্যে
Laboratory Attended- 18 থেকে 27 বছরের মধ্যে
Finance- 18 থেকে 30 বছরের মধ্যে
Data Processing Assistant- 18 থেকে 30 বছরের মধ্যে
Scientific Assistant(Chemical)- 18 থেকে 30 বছরের মধ্যে
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
Tradesmen Skilled Grade- মাধ্যমিক পাশ
Laboratory Attended- মাধ্যমিক পাশ
Finance- উচ্চ মাধ্যমিক পাশ
Data Processing Assistant- স্নাতক পাশ
Scientific Assistant(Chemical)- স্নাতক পাশ
*সংশ্লিষ্ট পদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic. in গিয়ে। আবেদন ফি বাবদ UR/ GENERAL/OBC- 100 টাকা ( SC/ST/PWD/WOMEN- NO FEE) জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 13/06/ 2022
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে computer based পরীক্ষার মাধ্যমে।
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment