রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর এর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Broadcast Engeneering Consultant India Limited এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ: DEO(Data Entry Operator)- 86টি
বেতন: বেতন হবে প্রতিমাসে 21,148 টাকা।
বয়স: বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাডুয়েশন এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে www.becil.com । আবেদন ফি বাবদ UR/OBC- 750 টাকা এবং SC/ST- 450 টাকা জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।আবেদন করার শেষ তারিখ 25/05/ 2022
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment