রাজ্যে সরকারি হাসপাতালে নিয়গের বিজ্ঞপ্তি জারি! মাধ্যমিক পাশ করলেই আবেদনযোগ্য
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারি হাসপাতালের এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
১. শূন্যপদ- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)- ০৩ টি।
যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে।
২. শূন্যপদ- কুক- ০৩ টি।
যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে প্রার্থীকে ভারতীয় খাবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এককথায় বলতে গেলে রান্নাবান্না সংক্রান্ত কাজ জানা থাকতে হবে।
৩. শূন্যপদ- ট্রেডসম্যান মেট- ০৮ টি।
যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. শূন্যপদ- বারবার- ০৯ টি।
যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. শূন্যপদ- সাফাইওয়ালা। ( এই পোস্টের জন্য মহিলারা আবেদনযোগ্য)- ৩৫ টি।
যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. শূন্যপদ- চৌকিদার- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. শূন্যপদ- ওয়াসারম্যান (Washerman)- ১৭ টি।
যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে কোনো পারিবারিক ওয়াসারম্যান হিসেবে কাজে দক্ষতা থাকতে হবে।
৮. শূন্যপদ- হেলথ ইন্সপেক্টর- ১৮ টি।
যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে স্যানিটারি ইনস্পেক্টরের কোর্স করে থাকতে হবে।
৯. শূন্যপদ- ওয়ার্ড সহায়িকা। (মহিলারা আবেদনযোগ্য)- ৫৩ টি।
যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে কোনো পারিবারিক কাজে ধাই হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল- The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 700027। আবেদন ফি বাবদ ১০০ টাকা পোস্টাল মাধ্যমে মানি অর্ডার করে জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৩/০৬/২০২২
Download official notification- click here
No comments:
Post a Comment