শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে দক্ষিণ 24 পরগনাএর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। নিয়োগ করার হবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর কলেজে।
শূন্যপদ:
Group c- Clerk
Group d- Laboratory Attended
বেতন: বেতন হবে প্রতিমাসে
Group c- 25200 টাকা
Group d- 16200 টাকা
বয়স: বয়স হিসেব করবেন 11/05/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
Group c- মাধ্যমিক পাশ
Group d- উচ্চ মাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি: আবেদনের প্রয়োজন নেই কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো আবেদন ফিও লাগবেনা। ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা এবং সমস্ত নথিপত্র বয়সের শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ হবে 25/05/2022 তারিখ সকাল 11 টা থেকে। ইন্টারভিউ এর ঠিকানাটি হল
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment