সাব ইন্সপেক্টর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, 8 জুন থেকে আবেদন শুরু!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ITBT( Indo- Tibetan Border Police)এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন 08/06/2022 তারিখ থেকেই।
শূন্যপদ ও বয়স:
বেতন: বেতন হবে প্রতিমাসে 29,200 থেকে 92,300 টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ- মাধ্যমিক পাশ + Typing Speed 80wpm
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। recruitment.itbpolice.nic.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ UR/OBC- 100 টাকা( SC/ST/Women কোনো আবেদন ফি লাগবেনা )জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 07/07/ 2022
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment