রাজ্যের কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, অফলাইনে আবেদন করুন
রাজ্যের কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, অফলাইনে আবেদন করুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। নিয়োগটি করা হবে কল্যাণী নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে।
শূন্যপদ: 42টি- প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।
বেতন: Discuss-able
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে M.Ed/ NET/ SET/ Ph.D করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Netaji Subhas Open University, DD- 26, 5th Floor, Salt Lake City, Sector -1 , Kolkata- 700064 আবেদন করার শেষ তারিখ 14/11/ 2022
আবেদন ফি: Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা ও (ST/ SC/ PH) প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা অনলাইনের মাধ্যমে www.wbnsou.ac.in গিয়ে জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-
Download the official notification- click here
Apply Format for Professor & Associate Professor - click here
Apply Format for Assistant Professor- click here