Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, October 20, 2022

October 20, 2022

রাজ্যের কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, অফলাইনে আবেদন করুন


রাজ্যের কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, অফলাইনে আবেদন করুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। নিয়োগটি করা হবে কল্যাণী নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে।


শূন্যপদ: 42টি- প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।


বেতন: Discuss-able 


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে M.Ed/ NET/ SET/ Ph.D করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Netaji Subhas Open University, DD- 26, 5th Floor, Salt Lake City, Sector -1 , Kolkata- 700064 আবেদন করার শেষ তারিখ 14/11/ 2022 


আবেদন ফি: Unreserved প্রার্থীদের ক্ষেত্রে 1,000 টাকা ও (ST/ SC/ PH) প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা অনলাইনের মাধ্যমে www.wbnsou.ac.in গিয়ে জমা করতে হবে।


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-


Download the official notification- click here

Apply Format for Professor & Associate Professor - click here

Apply Format for Assistant Professor- click here

Friday, June 10, 2022

June 10, 2022

অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ ২৯ জুন

 


অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ ২৯ জুন 

8th Passed Job Update | Job Updates | WB Job Update

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: শিশু সুরক্ষা দপ্তরের গ্রুপ ডি ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনার আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু বিস্তারিত দেয়া রইল আজকের প্রতিবেদন।


১. পোস্টের নাম- বেঞ্চ ক্লার্ক।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে কম্পিউটার জানা থাকতে হবে।

বেতন কাঠামো- ১৪,৭০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


২. পোস্টের নাম- নাইট গার্ড।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বেতন কাঠামো- ৭,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


৩. পোস্টের নাম- অর্ডারলি।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বেতন কাঠামো- ৭,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


বয়স সীমা- ০১.০১.২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ - ৪০ বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য ফর্ম পূরণ করে সেটি একটি খামে পুরে নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে পৌঁছে দিতে হবে। নীচে ফর্ম ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে। খামের উপর লিখবেন application for the post _________। যে পোস্ট এর জন্য এপ্লাই করছেন তার নাম। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the District Magistrate, Old collectorate Building, Social Welfare Section, 1 Rishi Bankim Chandra Road, Howrah- 711101 আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ২৯ জুন, ২০২২।


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

২. বয়সের প্রমাণপত্র।

৩. পাসপোর্ট সাইজ ফটো।

৪. আধার কার্ড।

৫. কাস্ট সার্টিফিকেট।


নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এরপর কম্পিউটার বেসড পরীক্ষা অবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।


Download Official Notice- click here

Download Form- click here




Friday, June 3, 2022

June 03, 2022

আলিপুরদুয়ার ম্যাজিসষ্টেট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 08/06/2022

   


আলিপুরদুয়ার ম্যাজিসষ্টেট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ  08/06/2022

Graduate Passed Job Update | Alipurduar Job Updates | WB Job Update

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে OFFICE OF THE DISTRICT IAND & IAND REFORMS OFFICER, ALIPURDUAR এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। 


শূন্যপদ:   Software Support Personnel (SSP) 


বেতন: বেতন হবে প্রতিমাসে 18,000 টাকা 


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে নুন্যতম 18 বছর। 


শিক্ষাগত যোগ্যতা: PGDCA/ B.Sc [Computer Science  /BCA/ DOEACC 'A' Ievel course of three year duration or equivalent from recognized University/Institute. With skill in- ( Installation, maintenance of application software & DBMS) Implementation Support


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Distict Magistrate & District Land & Land Reforms  Officer, Alipurduar and Chairman, District Selection Committe, Dooars Kanya, 4th Floor, Room No' 477, P.O- Alipurduar Court, Dist- Alipurduar, pin- 736122 আবেদন করার শেষ তারিখ 08/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে : (i) Screening of documents, (ii) Computer Test, (iii) Interuiew এর মাধ্যমে। 

(Shortlisted Candidate list will available on website in 20th June 2022)


প্রয়োজনীয় নথিপত্র:

Application Format

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Application Format- click here

Official Website- click here


June 03, 2022

ঝাড়গ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 24/06/2022

  


ঝাড়গ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 24/06/2022

Graduate Passed Job Update | Jhargram Job Updates | WB Job Update

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ঝাড়গ্রাম, District Magistrate & Collector Office এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। অবশ্যই স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। 


শূন্যপদ: 

Centre Administrator- 01টি 

Case Worker- 02টি 


বেতন: বেতন হবে প্রতিমাসে 

Centre Administrator- 30,000 টাকা 

Case Worker- 15,000 টাকা 


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে Centre Administrator এর ক্ষেত্রে 45 বছরের মধ্যে এবং Case Worker এর ক্ষেত্রে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Graduate from any recognized University


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল District Magistrate, Jhargram superscribed "social Welfare - One Stop Centre"  আবেদন করার শেষ তারিখ 24/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে Education Qualification Test, Computer Test এবং Viva এর মাধ্যমেই। 

a. Evaluation of Educational Qualification - 30 marks. 

b. Computer Test Practical - 15 marks. 

c. Viva Voice - 5 marks. Total 50 marks.

(Examination Admit card will available on official website)


প্রয়োজনীয় নথিপত্র:

Application Format

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Application Format- click here

Official Website- click here


Thursday, June 2, 2022

June 02, 2022

দক্ষিণ 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 06/06/2022

 


দক্ষিণ 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 06/06/2022

10th Passed Job Update 

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে দক্ষিণ 24 পরগনা, ICAR Central Institute of Brackishwa Aquaculture এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। Societal development programme under Scheduled Caste Sub Plan (SCSP) at KRC এর under এ নিয়োগটি করা হবে। 


শূন্যপদ: Field Assistant


বেতন: বেতন হবে প্রতিমাসে 12,000 টাকা।


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 35-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: Madhyamika Pass + Good proficiency in local language and working experience in Sundarban region.


আবেদন পদ্ধতি: ইমেইল করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন করার জন্য বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডমিট, রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করেন একটি ইমেইল পাঠাতে হবে। email- krckakdwip@gmail.com / prem.cife@gmail.com। email এর subject  এ লিখতে হবে for the post of - <যে পদের জন্য আবেদন করবেন> আবেদন করার শেষ তারিখ 06/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে শুধুমাত্র Interview এর মাধ্যমেই। 


প্রয়োজনীয় নথিপত্র:

Application Format

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Application Format- click here


Wednesday, June 1, 2022

June 01, 2022

উত্তর 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 10/06/2022



উত্তর 24 পরগনায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি, আবেদন করার শেষ তারিখ 10/06/2022


কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে উত্তর 24 পরগনা, কালেক্টার অফিসের এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।


শূন্যপদ: District Coordinator Hospital


বেতন: বেতন হবে প্রতিমাসে 28,662 টাকা।


বয়স: বয়স হিসেব করবেন 25/05/2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: post graduate with diploma in hospital management/pgshm + diploma (or certificate course) in computer application 


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Health Section 1st Floor, District Magistrate and Collector, North 24 Parganas, Barasat আবেদন করার শেষ তারিখ 10/06/2022


নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল-

Written Examination 75 Marks in Computer

Interview 20 Marks


প্রয়োজনীয় নথিপত্র:

Photo Identity

Proof of Address

Age Proof

All Marksheet and Pass Certificate


Download official notification- click here

Apply now- click here

June 01, 2022

নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়ান ব্যাংক এর পক্ষ থেকে, প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে!

 


নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়ান ব্যাংক এর পক্ষ থেকে, প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে! 


কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Indian Bank এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অনলাইনে। 


শূন্যপদ: প্রচুর শুন্যপদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের ছক নীচে দেওয়া হল,- 



বেতন: Pay Scale অনুযায়ী বেতনের তালিকা নিচে দেওয়া হল,- 

বয়স: বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুসারে। আলাদা শূন্য পদের জন্য আলাদা আলাদা বয়স নির্ধারিত রয়েছে, তবে আবেদনের জন্য ন্যূনতম 20 বছর বয়স হয়ে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা ও বয়স আলাদা প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণ করা রয়েছে। তবে সর্বনিম্ন মাধ্যমিক পাশ করলেই এর পদের জন্য আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা ও বয়স রয়েছে তা অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে www.indianbank.in। আবেদন ফি বাবদ 175টাকা SC/ST/PWBD এর জন্য এবং 850 টাকা অন্যান্য প্রার্থীদের জন্য জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করা যাবে 24/05/2022 থেকে 14/06/2022 তারিখ পযন্ত।


Download official notification- click here

Apply now- click here