রাজ্যে জেলা আদালতের তরফ থেকে নিয়গের বিজ্ঞপ্তি জারি...। আবেদন করুন আজকেই!
10th Pass Job Update | VIII Pass Job Update
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ঝাড়গ্রাম জেলা আদালতে এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ ও বেতন:
বয়স: বয়স হিসেব করবেন 01/07/2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-39 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলি হল-
LDC- মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
Other Post- অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ টাকা জমা করতে হবে online মাধ্যমেই। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 10/06/ 2021
আবেদন ফি:
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে লিখিত পরিক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে।
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment