Bank of Boroda নিয়গের বিজ্ঞপ্তি জারি হয়েছে, আবেদনের শেষ তারিখ 27 মে 2022
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Bank of Boroda এর তরফ থেকে। নিয়োগ করা হবে স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ: Supervisor
বেতন: বেতন হবে প্রতিমাসে 15000 থেকে 25000 টাকার মধ্যে।
বয়স: বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তা হল স্নাতক পাশ।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে bankofboroda.in । আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 27/05/2022
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই।
Download official notification- click here
Apply now- click here
No comments:
Post a Comment