NTPC, GROUP D, WBP গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ (পাট -৩)
41) 1857 সালের মহাবিদ্রোহের সময় কোন শাসক বন্দী হন? -বাহদুর শাহ জাফর
42) কত সালে সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন? -1941 সাল
42) কত সালে সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন? -1941 সাল
43) ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল?-সুরাট
44) কোনটি ভেক্টর রাশি? - বল, ত্বরণ।
45) চলন্ত বাস থেমে গেলে বাসের যাত্রীরা সামনে ঝুঁকে যায় কেন? - গতির জড়তার কারনে।
46) নিউটনের প্রথম সূত্র হতে কোন বিষয়ে ধারণা পাওয়া যায়? - জড়তা ও বল।
47) নিউটনের ২য় সূত্র ক্ষেত্রে প্রযোজ্য?- বল=ভর*ত্বরণ।
48)শক্তিশালী নিউক্লিয় বল দূর্বল নিউক্লিয় বলের তুলনায় কতগুন বেশি? -১০^১২।
49) -ভারতের স্বাধীনতার প্রাপ্তির সময় কংগ্রেসের সভাপতি কে ছিল?-জে বি কৃপালিনী
50) আনুশীলন সমিতি কে গঠন করেন?-প্রমথ নাথ মিত্র
51)-সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে?-জি কে গোখলে
52)-ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রাচীনতম গ্রন্থটির নাম কি?-রাজ তরঙ্গিনী
53)-ত্রিপিটক কোন ভাষায় রচিত?-পালি
54) চৌম্বক বল কয়টি ধর্ম প্রদর্শন করে? - ২টি।
55) শক্তিশালী নিউক্লিয় বলের পাল্লা কেমন? - অতিক্ষুদ্র।
56) পৃথিবীর ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে ?- অভিকর্ষ।
57) লেপটন ও হাউন হচ্ছে? -মৌল কনিকা।
58) নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে? - ইলেকট্রন।
59)-কোন সুলতান আগ্রা নগরটি নির্মাণ করেছিল?-সিকান্দর লোদি
60)-শকাব্দ কে প্রচলন করেন?-কণিষ্ক
প্রতিদিন এই রকম আরো পোস্ট পেতে দয়া করে শেয়ার করুন।
No comments:
Post a Comment