®ইতিহাস®
26. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল।
27. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?
উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।
28. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।
29. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?
উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।
30. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।
31. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৪টি
32. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।
33. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।
34. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?
উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।
35. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?
উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।
36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?
উত্তর : সেখ আবদুল্লা।
37. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।
38. ভি. পি. মেনন কে ছিলেন?
উত্তর : স্বরাষ্ট্রসচিব।
39. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।
40. লৌহ মানব কাকে বলা হত?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।
41. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?
উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।
42. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে
43. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।
44. কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং।
45. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর
46. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
47. পেপসু কী?
উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।
48. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘তমস’।
49. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : খুশবন্ত সিং-এর ।
50. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : প্রফুল্ল চক্রবর্তী ।
26. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল।
27. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?
উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।
28. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।
29. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?
উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।
30. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।
31. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৪টি
32. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।
33. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।
34. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?
উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।
35. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?
উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।
36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?
উত্তর : সেখ আবদুল্লা।
37. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।
38. ভি. পি. মেনন কে ছিলেন?
উত্তর : স্বরাষ্ট্রসচিব।
39. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।
40. লৌহ মানব কাকে বলা হত?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।
41. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?
উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।
42. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে
43. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।
44. কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং।
45. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর
46. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
47. পেপসু কী?
উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।
48. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘তমস’।
49. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : খুশবন্ত সিং-এর ।
50. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : প্রফুল্ল চক্রবর্তী ।
No comments:
Post a Comment