Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, June 25, 2019

General science questions part -2

1:শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত?
= তিন থেকে চার দিন
2:অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
= 6 থেকে 7 দিন
3:লোহিত কণিকা অপর কি নামে পরিচিত?
=এরিথ্রোসাইট
4:দেহে লোহিত কণিকা বেড়ে গেলে তাকে কি বলে?  =পলিসাইথেমিয়া
5:দেহে লোহিত কণিকা কমে গেলে তাকে কি বলে?
 =অ্যানিমিয়া
6:মানব দেহের কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
=লোহিত রক্ত কণিকায়
7:কোন প্রাণীর লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে?
=উট
8:পারদ জলের তুলনায় কতগুণ ভারী?
 = 13.6 গুণ ভারী
9:মার্চ গ্যাসের রাসায়নিক নাম কি?
= মিথেন
10:আলেয়া তে কোন গ্যাস থাকে?  = মিথেন
11:গোবর গ্যাস এ কোন গ্যাস থাকে?
= মিথেন
12:পোড়া চুনের রাসায়নিক নাম কি?
= ক্যালসিয়াম অক্সাইড
13:লোহার মরিচার রাসায়নিক নাম কি?
 =আদ্র ফেরিক অক্র‍্যাইড
14:উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয়?
= সেলুলোজ দিয়ে
15:গাছের পাতা হলুদ হয়ে যায়?  =ম্যাগনেসিয়ামের অভাবে
16:চাপ বাড়লে তরলের স্ফুটনাংক কি হয়?
 =বেড়ে যায়
17:মানবদেহে  সুগার রোগ হয় কিসের অভাবে?
 =ইনসুলিনের অভাবে
18:হাইড্রোলিক ব্রেক কোন সূত্র অনুযায়ী কাজ করে?
  =পাস্কালের সূত্র অনুযায়ী
19:রোদের ব্যবহারিক একক কি?
=ওহম
20:জাহাজের গতিবেগ মাপার একক কি?
=নট

No comments:

Post a Comment